বিএসডি অনলাইন
অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মার্কিন কূটনীতিক ও অন্যান্য প্রশাসনিক কর্মীদের ‘রহস্যজনক অসুস্থতার’ ক্রমিক ঘটনাগুলো তদন্তকরছে যুক্তরাষ্ট্র। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
চলতি বছরের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত ভিয়েনায় যুক্তরাষ্ট্রের ২০ জনেরবেশি কর্মকর্তার ‘রহস্যজনক অসুস্থতায়’ আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।ভিয়েনায় ‘রহস্যজনক অসুস্থতায়’ আক্রান্ত মার্কিন কর্মকর্তারা যেসব লক্ষণের কথা বলেছেন, তার সঙ্গে ‘হাভানা সিনড্রোম’-এর মিলরয়েছে।
‘হাভানা সিনড্রোম’ একটি রহস্যজনক মস্তিষ্কের অসুস্থতা। এই ‘সিনড্রোম’ ব্যাখ্যাতীত। তবে মার্কিন বিজ্ঞানীরা বলছেন, এটি সম্ভবতমাইক্রোওয়েভ বিকিরণের কারণে ঘটে। কথিত ‘হাভানা সিনড্রোম’ ২০১৬-১৭ সালে প্রথম কিউবায় লক্ষ করা যায়। তখন হাভানায়যুক্তরাষ্ট্র ও কানাডার কূটনীতিকেরা ‘রহস্যজনক অসুস্থতার’ কথা জানিয়েছিলেন।রহস্যজনক অসুস্থতার লক্ষণগুলোর মধ্যে রয়েছে মাথা ঘোরা, ভারসাম্য হারানো, শ্রবণক্ষমতা হ্রাস, উদ্বেগ ইত্যাদি।‘হাভানা সিনড্রোম’ লক্ষ করে তখন কিউবার বিরুদ্ধে ‘সনিক অ্যাটাক’-এর অভিযোগ এনেছিল যুক্তরাষ্ট্র। তবে কিউবা এই অভিযোগ অস্বীকার করে। এনিয়ে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়ে।
বিএসডি / মুছা