আন্তর্জাতিক ডেস্ক,
কোয়ারিন্টিনের (নিঃসঙ্গযাপন) নিয়ম ভেঙে করোনা ভাইরাস ছড়িয়ে দেয়ার দায়ে এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ভিয়েতনামের আদালত। লি ভ্যান ত্রি নামের ওই ব্যক্তি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত এ রায় দিয়েছে। মঙ্গলবার এনডিটিভি এ খবর জানায়।
লি ভ্যান ত্রি গত জুলাই মাসে ভিয়েতনামে করোনা ভাইরাসের হটস্পট হো চি মিন শহর থেকে তার নিজ প্রদেশ কা মাউতে সফর করেন। এতে তার বিরুদ্ধে ‘অন্য লোকদের মধ্যে ভয়ানক সংক্রামক রোগ ছড়িয়ে’ দেয়ার অভিযোগ আনা হয়। কা মাউ-এর বিচারিক আদালত ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, ২৮ বছরের লি ভ্যান ত্রি ২১ দিনের কোয়ারেন্টিনের নিয়ম ভঙ্গ করেছেন। হো চি মিন শহর থেকে কা মাউ প্রদেশে করোনা প্রাদুর্ভাব ছিল অপেক্ষাকৃত কম। গত ৭ জুলাই লি ভ্যান ত্রির দেহে করোনা শনাক্ত হয়।
আদালত জানিয়েছে, ভ্যান ত্রি কোয়ারেন্টিনের নিয়ম ভেঙ্গে ওই প্রদেশে সফর করায় অনেক লোক আক্রান্ত হয়েছেন এবং এক ব্যক্তি মারাও গেছেন। ভিয়েতনামের রাষ্ট্রিয় গণমাধ্যম বলছে, ভ্যান ত্রি’র কারণে অন্তত আটজন করোনা আক্রান্ত হয়েছেন।
বিএসডি/এএ