বর্তমান সময় ডেস্কঃ
সুস্বাদুকরা খাবার না দেওয়ায় মাকে হত্যার অভিযোগ উঠেছে এক ছেলের বিরুদ্ধে। ভারতের মহারাষ্ট্রের থানে জেলায় ঘটেছে এ ঘটনা। দেশটির পুলিশ আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ভুক্তভোগী ওই নারীর বয়স ৫৫ বছর। তার ছেলের সঙ্গে তার প্রায়ই বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া লেগেই থাকত। থানের রুরাল পুলিশ কন্ট্রোল রুমের একজন কর্মকর্তা বলেছেন, গত রবিবার সন্ধ্যায় ভেলু গ্রামে ঘটেছে এ ঘটনা।
ঘটনার দিন অভিযুক্ত ছেলের সঙ্গে তার মায়ের আবার ঝগড়া লাগে। ছেলের অভিযোগ তার মা রান্না করেনি এবং তাকে ভালো খাবার দেয়নি। ঝগড়ার সময় উত্তেজিত হয়ে অভিযুক্ত ব্যক্তি তার মায়ের ওপর হামলা চালায়।
পুলিশের ওই কর্মকর্তা জানান, অভিযুক্ত ছেলে কাস্তে দিয়ে তার মায়ের ঘাড়ে আক্রমণ করে। সেখানেই তার মা লুটিয়ে পড়ে যায় এবং মৃত্যু হয়।
পরবর্তী সময় কিছু প্রতিবেশী পুলিশে খবর দেয় এবং পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে এবং স্থানীয় এক হাসপাতালে পাঠায়। এ ঘটনার পর অভিযুক্ত ঘুমের ওষুধ খেয়েছেন। তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে তাকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি।
বিএসডি/আরপি