- সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার ও নতুন নির্বাচন কমিশনের দাবিতে পুর্ব ঘোষিত সমাবেশ স্থগিত করেছে ঢাকা জেলা বিএনপি। প্রশাসনের অনুমতি না পাওয়ার সমাবেশ স্থগিত করা হয়। এছাড়া দলটির পক্ষ থেকে সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ করা হয়।
সোমবার (২৫ সেপ্টম্বর) দুপুর আড়াটাই রাজধানীর আমিন বাজারে এই সমাবেশে হওয়ার কথা ছিল।
বিএনপির অভিযোগ, রবিবার রাতে সমাবেশের মঞ্চ তৈরির কাজ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। কিন্তু রাতেই স্থানীয় ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও স্থানীয় প্রশাসন সমাবেশে মঞ্চ ভেঙে দেয়। যার কারণে বাধ্য হয়ে সমাবেশ স্থগিত করতে হয়েছে।
বিএনপির মিড়িয়া সেলের সদস্য শায়রুল কবির খান দাবি করেন, আইনশৃঙ্খলা বাহিনী সমাবেশ মঞ্চ ভেঙে দেওয়ার কারণে পূর্ব ঘোষিত আমিন বাজারের সমাবেশে স্থগিত করেছে ঢাকা জেলা বিএনপি।
তবে, পূর্ব ঘোষণা অনুযায়ী ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত রাজধানীর ধোলাইখালের সমাবেশে নির্ধারিত সময় অনুযায়ী বেলা ৩টায় অনুষ্ঠিত হবে।