নাটোরের নলডাঙ্গায় এক পেঁয়াজ ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে দুই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার রাতে উপজেলার পিপরুল ইউনিয়নের হাপানিয়া-বাঁশভাগ সড়কের আলমের মোড়ে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। তবে আজ রোববার সকাল পর্যন্ত ছিনতাইয়ে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনিপুলিশ।
ভুক্তভোগী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম (৩৮) নলডাঙ্গার বাঁশভাগ মধ্যপাড়া গ্রামের বাসিন্দা। ছিনতাইকারীদের মারধরে আহত অবস্থায় তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নলডাঙ্গা থানা–পুলিশ সূত্রে জানা যায়, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম গতকাল রাত পৌনে আটটার দিকে হাপানিয়া বাজার থেকে দুই লাখ টাকা নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। পথে আলমের মোড়ে পৌঁছালে চার থেকে পাঁচজন হেলমেট পরা সন্ত্রাসী তাঁকে আটক করে। তারা ওই ব্যবসায়ীর মাথায় পিস্তল ঠেকিয়ে হত্যার হুমকি দিয়ে কাছে থাকা দুই লাখ টাকা ছিনিয়ে নেয়। এরপর রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসাধীন অবস্থায় জাহাঙ্গীর আলম বলেছেন, তিনি কিছু বুঝে ওঠার আগেই দুর্বৃত্তরা মোটরসাইকেল থামিয়ে তাঁর মাথায় পিস্তল ধরে হত্যার হুমকি দিয়ে ব্যাগ থেকে টাকা বের করে নেয়। বাধা দিলে তাঁকে রড দিয়ে পেটানো হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পিস্তলের একটি ম্যাগাজিন উদ্ধার করে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম বলেন, ব্যবসায়ীকে আহত করে টাকা ছিনতাইয়ের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
বিএস/এসএস