নিজস্ব প্রতিবেদক:
বিভিন্ন অপ্রচলিত ও নতুন মাদক বিক্রয়ই যার পেশা। এমনকি তাপ নিয়ন্ত্রিত পদ্ধতিতে মাদক ‘কুশ’ তৈরির মূলহোতা এই ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১ আগস্ট) দিনগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, বিভিন্ন অপ্রচলিত ও নতুন মাদক বিক্রয় এবং তাপ নিয়ন্ত্রিত পদ্ধতিতে কুশ মাদক তৈরির মূলহোতা ওনাইসি সাঈদ ওরফে রেয়ার সাঈদকে আটক করা হয়েছে।
এ সময় তার কাছ থেকে বাংলাদেশে সর্বপ্রথম অপ্রচলিত মাদক কুশ, হেম্প, অ্যাক্সট্যাসি, মলি, অ্যাডারল, ফেন্টানিলসহ অন্যান্য মাদক এবং প্রায় ৩ কোটি টাকা মূল্যের দেশি ও বিদেশি মুদ্রা জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ানবাজার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
বিএসডি/ফয়সাল