নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরের শিবচরের ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে বাস চাপায় ৫ জন নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে।
রবিবার দুর্ঘটনায় নিহত বেগম রোকেয়ার ছেলে শাহাদাত শিকদার বাদী হয়ে প্রাইভেটকার চালক আশিকুর রহমান সোহেলের নাম উল্লেখ করে অজ্ঞাত নামা আরও দুইটি পরিবহনের বাস চালকের নামে মামলা দায়ের করেন।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. মিরাজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘রবিবার সকালে বাঁচামারা গ্রামের নিহত রোকেয়া বেগমের ছেলে শাহাদাত শিকদার দুর্ঘটনা কবলিত ২ টি বাস ও ১ টি প্রাইভেটকারের চালকের নামে মামলা করেন।’
মামলার তদন্তভার দেয়া হয়েছে শিবচর হাইওয়ে পুলিশকে।
উল্লেখ্য, শনিবার ৮ টার দিকে এক্সপ্রেসওয়ের হাজী শরীয়তুল্লাহ সেতু সংলগ্ন এলাকায় একটি যাত্রীবাহী বাস ঢাকাগামী একটি প্রাইভেটকারকে ধাক্কা দিলে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়, আহত হন ৩ জন। এসময় নিহত ও আহতদের উদ্ধারে আসা স্থানীয়দের উপর ঢাকাগামী অপর একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১ টার দিকে মারা যায় আরো একজন। মোট ৫ জনের মৃত্যু হয় এ দুর্ঘটনায়।