নিজস্ব প্রতিবেদক:
মাদারীপুরে অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরির অভিযোগে জগদীশ ট্রেডার্সের ডিলার মহাদেব কুণ্ডু নামে এক ব্যবসায়ীকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) রাত ৮টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক মো. মাইনউদ্দিন জানান, ‘বিপুল পরিমাণ সার মজুদ করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এমন খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে মহাদেব কুণ্ডুর মালিকানাধীন তিনটি গুদামে তল্লাশি করে বিএপি ২৪০০ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা ও ৫০ বস্তা পটাশ সার মজুদ পাওয়া যায়। যা সরকারি নির্দেশনা পরিপন্থি। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অভিযুক্ত সারের ডিলার মহাদেব কুণ্ডুকে ১৫ দিনের কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি করা ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
বিএসডি/এফএ