নিজস্ব প্রতিবেদক,
বগুড়ার আদমদীঘিতে ভাগ্নের ছাগল মামা বাড়িতে যাওয়া নিয়ে তুলকালাম কাণ্ড ঘটেছে। এ সময় ভাগ্নের স্ত্রীকে মারধরের পর মাথার চুল কেটে দেওয়ার অভিযোগে দুই মামাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার সান্তাহার ইউনিয়নের দমদমা উত্তরপাড়া থেকে তাদের গ্রেফতার করা হয়। এর আগে সাতজনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগী গৃহবধূর বাবা।
ওই মামলায় গ্রেফতাররা হলেন- উপজেলার দমদমা গ্রামের মৃত কাজী আমজাদ হোসেনের ছেলে কাজী শাহিন, তার ছোট ভাই কাজী ফরহাদ হোসেন ও ফরহাদের স্ত্রী নারগিস বেগম।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট বাড়িতে ছাগল প্রবেশের জের ধরে ওই গৃহবধূর সঙ্গে আপন মামা শ্বশুরের ঝগড়া হয়। এর জের ধরে তিনদিন পর রাতে ওই গৃহবধূর ঘরে ঢুকে মারধর করে এবং মাথার চুল কেটে দেয় তারা। পরে ওই গৃহবধূর চিৎকারে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
আদমদীঘি থানার ওসি জালাল উদ্দিন জানান, এরমধ্যে তিনজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে তৎপরতা চালানো হচ্ছে বলে জানান তিনি।
বিএসডি/আইপি