নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম-মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে করা ধর্ষণ মামলায় অভিযোগ গঠন করেছেন আদালত।
বুধবার (৩ নভেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক আনিসুর রহমান অভিযোগ গঠনের আদেশ দেন।
আদালতের পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, সোনারগাঁর থানার ধর্ষণ মামলায় মামুনুল হককে আদালতে আনা হয়েছিল। আদালত তার বিরুদ্ধে বিচার কাজ শুরুর অনুমতি দিয়েছেন। এরপর তাকে কাশিমপুর কারাগারে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগে সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে দিয়ে মামুনুল হককে কাশিমপুর কারাগার থেকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।
বিএসডি /আইপি