আন্তর্জাতিক ডেস্ক:
তিনি ‘ভারতের প্রথম ভোটার’ হিসেবে পরিচিত। শ্যাম শরণ নেগি নামের এই ব্যক্তি ১০৫ বছরে বয়সে মারা গেছেন। রোববার বিবিসি এ তথ্য জানিয়েছে।
শ্যাম শরণ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল বলে মনে করা হয়। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই ভোট দিয়েছেন তিনি। শতবর্ষী এই ব্যক্তি শনিবার মৃত্যুর ঠিক তিন দিন আগে তার রাজ্য হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন।
অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যাম শরণকে স্বাধীন ভারতে ভোট দেওয়ার প্রথম ব্যক্তি বলে মনে করা হয়। কারণ ভারতে ১৯৫২ সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল ভারী তুষারপাত এড়াতে হিমাচলে সেই নির্বাচনের জন্য পাঁচ মাস আগে ভোটকেন্দ্র খুলে দেওয়া হয়েছিল।
ওই নির্বাচনে কংগ্রেস বিপুল ভোটে জয় পেয়েছিল। জওহরলাল নেহেরু ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পরে ভারতের প্রথম গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী হয়েছিলেন।
বিএসডি/এফএ orta,