আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়া অবরুদ্ধ, বিধ্বস্ত মারিওপোলে এখনো প্রতিরক্ষা অবস্থান নিয়ে থাকা ইউক্রেনীয় সেনাদের আত্মসমর্পণের জন্য বুধবার নতুন সময়সীমা বেঁধে দিয়েছে। তবে ইউক্রেন সরকারের কর্মকর্তারা বলছেন, তাদের সেনারা বন্দর শহরটি রক্ষা করে যাওয়া অব্যাহত রাখবে।
এর মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘মারিওপোলের পরিস্থিতি যতটা সম্ভব ততটাই গুরুতর।’ ইউক্রেনীয় সেনাদের মস্কো সময় বুধবার দুপুর ২টার মধ্যে অস্ত্র সমর্পণ করতে বলেছে রাশিয়া।
এর আগে তাদের রবিবারের মধ্যে আত্মসমর্পণ করার প্রস্তাব দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, একমাত্র তাহলেই তারা প্রাণে বাঁচতে পারবে।
এদিকে শহরটির ডেপুটি মেয়র ইরিনা ভেরেশচুক বলেছেন, বুধবার দিনের প্রথম দিকে নিরাপদে শহর ছাড়তে আরেক দফা মানবিক করিডরের বিষয়েও রুশ কর্তৃপক্ষের সঙ্গে প্রাথমিক মতৈক্য হয়েছে। তিনি আরো জানান, শহরটিতে এখনো এক লাখ তিরিশ হাজার বাসিন্দা রয়ে গেছেন। অবশিষ্ট ইউক্রেনীয় সেনারা মারিওপোলের সুরক্ষিত আজভস্তাল ইস্পাত কারখানায় ঘাঁটি গেড়ে আছে। তাদের অস্ত্র, খাদ্য ও রসদ প্রায় শেষ।
কারখানাটির ভূগর্ভস্থ আশ্রয়ে হাজারখানেক সাধারণ মানুষও আছে বলে জানানো হয়েছে। শহর ছাড়ার মানবিক করিডর অনিয়মিত ও কখনো কখনো বিপজ্জনক থাকায় অনেকেই সেখানে আটকা পড়ে রয়েছেন। ৫০ দিনের টানা গোলাবর্ষণ ও অবরোধের কারণে সেখানে খাদ্য ও ওষুধপত্রসহ জরুরি জিনিসের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। শহরটির বিদ্যুৎ, পানিসহ জরুরি সেবাও অনেক দিন ধরে বিচ্ছিন্ন।
বিএসডি/ এমআর