অনলাইন ডেস্ক:
২০ বছর পর কেমন আছে গুয়ান্তানামো বে? মানবাধিকার বিশেষজ্ঞ থেকে শুরু করে ২০১৩ সালে যাকে এই জেলখানা বন্ধ করার দায়িত্ব দেয়া হয়েছিল, তাদের সঙ্গে কথা বলে ডিডাব্লিউর এই প্রতিবেদন।
২০০২ সালে ২০ জন বন্দিকে যখন এখানে নিয়ে আসা হয়েছিল, তখন দাবি করা হয়েছিল, ৯/১১-র ঘটনার পর অ্যামেরিকা যে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, এটা তারই অংশ। ছবিতে দেখা গেছে, বন্দিদের উজ্জ্বল কমলা রঙের পোশাক পরানো হয়েছিল। তারা ছিল একটা খাঁচার ভিতর। বাইরে কাঁটাতারের বেড়া। তাদের চোখ ও কান ঢাকা। তাদের ঘিরে ছিল মার্কিন সেনা।
কেন বন্দিদের গুয়ান্তানামোতে আনা হয়েছিল?
প্রথমে এই বন্দিশালা ছিল লো-টেক, পরে এর নাম দেয়া হয় ক্যাম্প ডেল্টা এবং তা একটা হাই টেক সাইট হিসাবে গড়ে তোলা হয়। সেখানে বন্দিদের নিয়ে এসে জেরা করা, সামরিক বিচার করা হয়। অ্যামেরিকার দাবি, এই বন্দিরা মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে হাতে অস্ত্র তুলে নিয়েছিল।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ বুশ এর উদ্বোধন করেন। তখন থেকেই গুয়ান্তানামো নিয়ে প্রবল সমালোচনা চলছে। মানবাধিকার ভঙ্গের দীর্ঘ তালিকা তৈরি হয়েছে। কিন্তু বুশ-চেনি প্রশাসনের যুক্তি ছিল, এই মানুষদের দীর্ঘ জেরা(অত্যাচার) করার অধিকার তাদের আছে। কারণ, তারা ৯/১১-র কুচক্রীদের খুঁজে বের করার চেষ্টা করছেন। তাই অ্যামেরিকার তটভূমির বাইরে একটি জায়গা খুঁজে নেয়া হলো, যেখানে মার্কিন আইন কাজ করবে না, জেনেভা কনভেনশনও নয়।
বিএসডি /আইপি