নিজস্ব প্রতিবেদক
আজ বগুড়া পৌরসভার, ২০ নং ওয়ার্ডের বুজরুগ বাড়ীয়া গ্রামে মালেকা- আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মাদ মাছুদুর রহমান এর সভাপতিত্বে ফাউন্ডেশনের অস্হায়ী কার্যালয় সংলগ্ন মাঠে শীতার্তদের মাঝে লেপ ও শীতের চাদর বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল,বগুড়া জেলার সাংগঠনিক সম্পাদক জনাব সহিদ উন নবী সালাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহাকারী অধ্যাপক জনাব মোঃ মোস্তফা কামাল সরকার, পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ,বগুড়ার প্রভাষক ও কলামিস্ট জনাব মোঃ মোস্তাকিম হোসাইন, শেরপুর শহীদীয়া কামিল মাদ্রাসার প্রভাষক মোঃআবুল কালাম আজাদ,বিশিষ্ট শিল্প উদ্যেক্তা ও বগুড়া ভান্ডার এগ্রোর স্বত্বাধীকারী জনাব তৌহিদ পারভেজ বিপ্লব, বগুড়া পৌরসভার, ২০ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব মোঃ রুস্তম আলী,ডেন্টিস্ট ডা.মোঃআলভী, শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, শিক্ষক মোঃআব্দুল বাছেত,শিক্ষক মোঃ মনিরুজ্জামান,সমাজ সেবক ঈমান আলী সাজু,ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস ছামাদ সরকার আর ও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান সরকার,আব্দুল হান্নান সরকার,আব্দুল খালেক সরকার, শামসুল সরকার, রুমেল সরকার,মানিক সরকার,সিনদিদ,হামীম,
মুন্তাফী।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন,দেশের প্রতিটি সামর্থ্যবান মানুষের উচিত নিজ নিজ এলাকার শীতার্ত অসহায় দরিদ্র জনগোষ্ঠী কে শীতের কষ্ট লাঘবের যথাসাধ্য চেষ্টা করা। তিনি এলাকার জনগোষ্ঠীর নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনার জন্য মালেকা- আফছার ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভূয়সী প্রশংসা করেন এবং এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।অনুষ্ঠানে দরিদ্র মানুষের মাঝে টিকসই শীত নিবারণের জন্য লেপ বিতরণ ও শীতের চাদর বিতরণ করা হয়।