ক্রীড়া ডেস্ক:
ওমান ও সংযুক্ত আরব আমিরাতে আজ থেকে শুরু হওয়া টি-২০ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে মাশরাফী বিন মোর্ত্তজার রেকর্ড স্পশ করতে যাচ্ছে মাহমুদউল্লাহ বিয়াদ।
বিশ্বকাপের প্রথম দিন রয়েছে দু’টি ম্যাচ। বাংলাদেশ সময় বিকেল ৪ টায় লড়বে স্বাগতিক ওমান ও পাপুয়া নিউ গিনি। আর বাংলাদেশ সময় রাত ৮টায় লড়বে বাংলাদেশ ও স্কটল্যান্ড।
স্কটল্যান্ডের বিপক্ষে টস করতে নামলেই অধিনায়ক মাশরাফীকে স্পর্শ করবেন রিয়াদ। এখন পর্যন্ত বাংলাদেশকে ২৮ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাশরাফী। আর ২৭ ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মাহমুদউল্লাহ।
মাশরাফীর জয় ১০টি, হার ১৭টি ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়। মাহমুদউল্লাহর নেতৃত্বে জয় ১৩টি, হার ১৪টি।
তবে পিঠের ইনজুরির কারণে বিশ্বকাপের দু’টি অফিসিয়াল ম্যাচে খেলতে পারেননি মাহমুদউল্লাহ। আজ খেলতে পারবেন না কি-না সেটিও এখনো নিশ্চিত হয়। তবে টস করতে নামলেই ম্যাচ বিবেচনায় মাশরাফীর পাশে বসবেন মাহমুদউল্লাহ।
বিএসডি/এসএসএ