নিজস্ব প্রতিবেদক:
কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন পল্লী বিদ্যুৎ অফিসের সুপারভাইজার মো. হুসাইন (৩৫)।
সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় মিঠামইন উপজেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের দ্বিতীয় সেতু এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. হুসাইন নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের চর হাসান গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসের সুপারভাইজার ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (১৮ জুলাই) বিকেলে উপজেলার ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম অলওয়েদার সড়কের দ্বিতীয় সেতু এলাকায় ঝাঁকি জাল দিয়ে মাছ ধরতে যান মো, হুসাইন। একপর্যায়ে সন্ধ্যার দিকে জাল ফেলতে গিয়ে তিনি পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন নৌ-পুলিশের সদস্যরা। ঘটনাস্থলে পানির প্রবল স্রোত থাকায় তাকে উদ্ধারে কাজ করতে পারেননি তারা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু প্রবল স্রোত ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রাখা হয়েছে।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আনোয়ার হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, বিভিন্ন দিকে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। প্রবল স্রোত ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার কাজ স্থগিত রয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) সকালে উদ্ধার অভিযান শুরু করা হবে।
বিএসডি/ফয়সাল