স্পোর্টস ডেস্ক
বাংলাদেশের প্রায় সব বড় জয়েই গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ‘পঞ্চপাণ্ডব’ খ্যাত পাঁচ ক্রিকেটারের। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও মাশরাফি বিন মুর্তজার জায়গাটাও তাই এদেশের ক্রিকেটে আলাদা।
তবে নিউজিল্যান্ডে টেস্টে বাংলাদেশের স্মরণীয়তম জয়টি এসেছে এদের চারজনকে ছাড়াই। দলে থাকা মুশফিকুর রহিমকেও রাখতে হয়নি তেমন কোনো ভূমিকা।
পাঁচ ক্রিকেটারকে ছাড়া জিততে পারবে না বাংলাদেশ, এমন কথা প্রায়ই শোনা যায়। এবার এমন ভাবনা ভুল প্রমাণ হওয়ায় নিজের আনন্দের কথা জানিয়েছেন সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘এটা অবশ্যই ভালো দিক যে, আপনারা মিডিয়া যেভাবে মনে করেন যে আমরা চার পাঁচজন ছাড়া ভালো ক্রিকেটার নেই, সেটা ভুল প্রমাণিত হলো এবং আমার ধারণা তাদের যদি এভাবে আরও রেসপন্সিবিলিটি দেয়া যায় তাহলে ওরা আরও ভালো করবে।
‘বছরের শুরুটা আসলে যেভাবে হলো সেটা অবিশ্বাস্য, খুবই আনন্দিত। দলের ক্রিকেটার, কোচিং স্টাফ সবাইকে ক্রেডিট দিতে হয়। যেহেতু আমাদের আগের বছরটা ভালো যায়নি, তাই এই বছরটি আমাদের জন্য বড় চ্যালেঞ্জ। শুরুটা যেহেতু ভালো হয়েছে তাই আমরা আশাবাদী এই বছরটায় আমরা ভালো কিছু করতে পারব।’
এই জয়ে দলের সব ক্রিকেটারের ভূমিকা থাকায় একটু বেশিই খুশি সাকিব, ‘সত্যি কথা বলতে এত ভালো ক্রিকেট বাংলাদেশ খুব কম সময়ই খেলে থাকে। প্রতিটা ক্রিকেটার, কোচিং স্টাফকে ক্রেডিটটা দিতে হয়, কারণ এত প্রেশারের পরও কঠিন একটা কন্ডিশনে গিয়ে এত ভালো ক্রিকেট খেলতে পেরেছে।’
বিএসডি/এসএ