নিজস্ব প্রতিনিধি:
স্বামী-স্ত্রী একে অপরের অঙ্গস্বরূপ। সুতরাং একে অপরের হকের প্রতি লক্ষ রাখবে, তাতেই দাম্পত্যজীবন সুখের হবে। পুরুষদেরকে মহিলাদের হক আদায় করতে হবে। ইসলাম মতে, স্বামী আগে স্ত্রীর হক আদায় করবে, তারপর স্ত্রী স্বামীর হক আদায় করবে।
অনেকের প্রশ্ন: স্ত্রীকে খুশি করতে মিথ্যা বলা জায়েজ কি না?
উত্তর দিয়েছেন বিশিষ্ট আলেম ড. মোহাম্মদ সাইফুল্লাহ: আপনি যদি সরাসরি মিথ্যা বলতে চান সেটি হারাম। কারণ মিথ্যা বলা হারাম। ইসলামের রীতি অনুযায়ী, কোনো অবস্থাতেই মিথ্যা বলা জায়েজ নয়। তবে একটি ব্যাপার আছে যে, সেটা হলো এড়িয়ে যাওয়া। সরাসরি মিথ্যা নয় এটা। শুধুই এড়িয়ে যাবেন। এটা মিথ্যা থেকে বাঁচার উপায় হতে পারে। এটা জায়েজ আছে।
আপনি এড়িয়ে যাওয়ার পথ নিতে পারেন। যেটা পুরোপুরি মিথ্যা, সেটা আপনি বলতে পারেন না। ইসলাম অনুযায়ী, সরাসরি মিথ্যা কখনোই গ্রহণযোগ্য নয়। তাই বলব, স্ত্রীকে খুশি করতে সরাসরি মিথ্যা বলা জায়েজ নেই।
বিএসডি/আইপি