নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মিরপুরে গ্যাস লাইন বিষ্ফোরণে রেনু বেগম(৩৭) নামে দগ্ধ আরো একজন মারা গেছেন। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় রেনু বেগম মারা যান। তার শরীরের ৩৮ শতাংশ দগ্ধ ছিল। এ নিয়ে ওই ঘটনায় মোট পাঁচজন মারা গেলেন।
তিনি আরো জানান, এর আগে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় মৃত্যু হয় রিনা বেগমের (৫০)। ওই রাতেই ২টা থেকে আড়াইটার মধ্যে মৃত্যু হয় রিনার ছেলে শফিকুল ইসলাম (৩৫) ও গ্যাস লাইনের মিস্ত্রী সুমনের (৪০)। আর শুক্রবার (২৭ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে মারা যান রওশনারা (৭০)।
আর এ ঘটনায় নাজনীন (২৫) ২৭ শতাংশ ও তার মেয়ে শিশু নাওশীন (৫) ১৫ শতাংশ দগ্ধ নিয়ে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।
গত ২৫ আগস্ট রাত ১২টার দিকে রাজধানীর মিরপুরে ১১ নম্বর সেকশনের একটি বাসার নিচতলায় গ্যাস লাইনের গোলযোগ থেকে বিষ্ফোরণে নারী-শিশুসহ সাতজন দগ্ধ হন।
বিএসডি/এমএম