নিউজ ডেস্ক:
ঘূর্ণিঝড় গুলাব কলকাতায় তেমন প্রভাব ফেলতে পারেনি। তবে মিয়ানমার উপকূলে নতুন করে তৈরি হয়েছে একটি নিম্নচাপ। যার ফলে আগামী ২৪ ঘণ্টায় কলকাতা, মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টিপাত হতে পারে। এ বৃষ্টিপাত আগামী দুদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আলিপুর আবহাওয়া দফতর জানায়, এ নিম্নচাপের প্রভাবে উত্তর ২৪ পরগনা, হাওড়া, হুগলী, পুরুলিয়া ও বাঁকুড়াতেও ভারী বৃষ্টিপাত হতে পারে। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গেও। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়ায়। সমুদ্র তীরবর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মৎস্যজীবীদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলবর্তী এলাকায় চূড়ান্ত সতর্কতা জারি করেছে প্রশাসন।
এদিকে সোমবার সকাল থেকেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণ ২৪ পরগনার বকখালি, নামখানাসহ উপকূলবর্তী এলাকায়। দুর্যোগের কথা মাথায় রেখে এখানেও সতর্কতামূলক প্রচারণা শুরু করেছে প্রশাসন।