আন্তর্জাতিক ডেস্ক,
লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাদি গাদ্দাফি কারাগার থেকে মুক্তি পেয়েছেন। রবিবার লিবিয়ার সরকারি সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মুক্তি পেয়েই ৪৭ বছর বয়সী সাদি ইস্তানবুলগামী বিমানে উঠেছেন।
২০১১ সালে পশ্চিমা সমর্থিত আরব বসন্তের জেরে সৃষ্ট অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও নিহত হন লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফি। ওই সময়ে তার তিন ছেলেও নিহত হন।
২০১১ সালে নাইজারে পালিয়ে যান সাদি গাদ্দাফি। ২০১৪ সালে তাকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়। তারপর থেকেই ত্রিপোলির কারাগারে বন্দি ছিলেন তিনি।
পেশাদার ফুটবলার সাদি গাদ্দাফির বিরুদ্ধে ২০১১ সালে বিক্ষোভকারীদের উপর নির্যাতন এবং ২০০৫ সালে লিবিয়ার ফুটবল কোচ বশির আল-রায়ানিকে হত্যার অভিযোগ রয়েছে। তবে ২০১৮ সালের এপ্রিলে আল-রায়ানির হত্যার অভিযোগ থেকে খালাস পান তিনি।
লিবিয়ার প্রসিকিউটর কার্যালয়ের একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, কয়েক মাস আগে চিফ প্রসিকিউটর সাদি গাদ্দাফিকে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। ওই সূত্রটির দাবি মুক্তির পর দেশে বা বিদেশে যেখানে ইচ্ছা থাকতে পারবেন তিনি।
বিএসডি/এএ