ক্রীড়া ডেস্ক,
কিপিং ছাড়া নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে মুশফিকুরর রহীমের মান-অভিমান ছিল প্রকাশ্যে। এ নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি। শেষ পর্যন্ত সাদা পোশাকে গ্লাভস তুলে দিয়েছেন লিটন দাসের হাতে। তবে রঙিন পোশাকে দীর্ঘদিন ধরেই মুশফিক উইকেটের পিছনে অতন্দ্র প্রহরী। তবে সে অধ্যায়ও শেষের পথে। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নূরুল হাসান সোহানের সঙ্গে গ্লাভস ভাগাভাগি করবেন মুশফিক। গতকাল ভাচুর্য়্যাল সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। তিনি জানিয়েছেন প্রথম দুই ম্যাচে গ্লাভস থাকবে সোহানের হাতে।
পরের দুই ম্যাচে পাবেন মুশফিক। শুধু তাই নয়, চার ম্যাচে দুজনের পারফরম্যান্স বিশ্লেষণ করে চূড়ান্ত করা হবে শেষ ম্যাচে কে থাকবেন উইকেটের পেছনে। বাংলাদেশ দলে প্রোটিয়া প্রধান কোচ বলেন, ‘নিশ্চিতভাবেই সোহান কিপিং করবে প্রথম দুই ম্যাচে। এই সিরিজটায় আমরা উইকেট কিপিংয়ের দায়িত্ব ভাগাভাগি করে দেয়ার পরিকল্পনা করেছি। দুজনকেই দুটি করে ম্যাচে দেখা হবে, তারপর পঞ্চম ম্যাচে সিদ্ধান্ত নেয়া হবে। ওই অপশনগুলো কাভার করা গুরুত্বপূর্ণ। আমরা সামনে তাকিয়ে, এটিই পরিকল্পনা।’
গেল দুই দিনে টাইগারদের অনুশীলনেও বিষয়টি স্পষ্ট। ধারণা করা হচ্ছিল নিউজিল্যান্ডের বিপক্ষে উইকেট কিপার থাকবেন নূরুল হাসানই। কারণ, মুশফিককে দেখা গেছে ফিল্ডিং অনুশীলন করতে। যদিও প্রথম দিন সোহানকে দেখা গেছে মুশফিককে কিপিং অনুশীলন করাতে। তবে জিম্বাবুয়ে ও অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ দুই সিরিজেই নির্ধারণ হয়ে গেছে টি-টোয়েন্টিতে শেষ হচ্ছে মুশফিকের কিপিং অধ্যায়। শেষ দুই সিরিজে ব্যক্তিগত কারণে দলেই ছিলেন না মুশফিক। তার বিকল্প হিসেবে সোহান দলে এসে নিজের যোগ্যতার শতভাগ প্রমাণ দিয়েছেন। বিশেষ করে উইকেটের পেছনে তার প্রাণবন্ত উপস্থিতি, সবাইকে উজ্জীবিত করা, মাঠে প্রাণশক্তির জোগান দেয়া, সব মিলিয়েই নজর কাড়েন সোহান। তবে ব্যাট হাতে খুব ভালো করতে পারেননি। ছোট ছোট অবদান রাখলেও ব্যাট হাতে নিজেকে প্রমাণ করতে পারেননি একজন উইকেট কিপার-ব্যাটসম্যান হিসেবে। আর সেই কারণেই ব্যাটসম্যান মুশফিক গ্লাভস না পরলেও ব্যাট হাতে দলের জন্য মাঠে থাকবেন এটাই স্বাভাবিক। তাকে কোচ চারে ব্যাট করাবেন এটাও জানিয়ে দিয়েছেন সংবাদমাধ্যমে। তিনি বলেন, ‘মুশফিক সম্ভবত চার নম্বরে ব্যাট করবে। এই পজিশনে সে সফল। মাঝখানের ওভারগুলোতে দায়িত্ব নিয়ে সে ভালোভাবে শেষ করে আসতে পারে। তাকে স্কোয়াডে ফিরে পেয়ে ভালো লাগছে।’