আন্তর্জাতিক ডেস্ক,
ভারতের উত্তর প্রদেশের বিধানসভা নির্বাচনে ১০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি। তিনি বলেছেন, রাজ্যের মুসলিমদের ক্ষমতায়ন করাই আমাদের লক্ষ্য।
বেসরকারি হিন্দি টেলিভিশন চ্যানেল এবিপি লাইভে শুক্রবার এসব কথা বলেন তিনি। ‘শিখর সম্মেলন-উত্তর প্রদেশ’শীর্ষক বিশেষ টক-শোতে ওয়াইসি বলেন, আমরা উত্তর প্রদেশে বিজেপিকে পরাজিত করতে চাই। রাজ্যের মুসলিমদের বিরুদ্ধে যা করা হচ্ছে তা সহ্য করার মতো নয়। উত্তর প্রদেশে মুসলমানরা নির্যাতিত হচ্ছে।
ভারতের সবচেয়ে বড় রাজ্য এই উত্তর প্রদেশ। রাজ্যটিতে আগামী বছর বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল তাদের তৎপরতা তথা নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে।
ওয়াইসি আরো বলেন, মুসলিমদের বিষয়ে কথা বলতে উত্তর প্রদেশের সব দলই ভয় পায়। একসাথে নির্বাচনে লড়েছেন মায়াবতী ও অখিলেশ যাদব। কিন্তু তাদের নিজস্ব ভোটাররা পালিয়ে গেছে। মুসলিমরা কখনো তাদের ভোট ব্যাঙ্ক ছিল না। দুর্বলরা যেদিন ন্যায়বিচার পাবে, রাষ্ট্র সেদিনই শক্তিশালী হয়ে উঠবে বলেও মন্তব্য করেন এই আইনজীবী।