স্পোর্টস ডেস্ক:
নাটকীয় বললেও হয়তো কমই বলা হবে। শেষ ২ ওভারে পাঞ্জাব কিংসের জয়ের জন্য প্রয়োজন ছিল মোটে ৮ রান। হাতে ৮ উইকেট। সে সময় ক্রিজে দুই সেট ব্যাটসম্যান নিকোলাস পুরান ও এইডেন মার্করাম। কে জানত, রোমাঞ্চ তখনও বাকি। সেই ম্যাচই কিনা ২ রানে হেরে গেল পাঞ্জাব। মুস্তাফিজুর রহমান ও কার্তিক ত্যাগীর অসাধারণ বোলিং নৈপুণ্যে ১২ বল থেকে ৫ রানের বেশি তুলতে পারেনি প্রীতি জিনতার দল। ম্যাচ শেষে এই দুই বোলারকে প্রশংসা বন্যায় ভাসান রাজস্থান রয়্যালসের অধিনায়ক সাঞ্জু স্যামসন।
স্যামসন বললেন, ‘এটা একটু হাস্যকরই, আমরা জয়ের আশা রেখেছিলাম। বিশ্বাস করেই শেষে মুস্তাফিজ ও ত্যাগীর ওভারগুলো রেখেছিলাম। ক্রিকেট মজাদার খেলা। আমরা বিশ্বাস রেখেছি এবং লড়াই করেছি।’
এদিন আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৮৫ রানের সংগ্রহ পায় রাজস্থান। বিশাল লক্ষ্যটা মামুলি বানিয়েছিলেন পাঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও লোকেশ রাহুল। পরে ব্যাট হাতে ঝড় তোলেন পুরান-মার্করাম। শেষ ২ ওভারে যখন ৮ রানের প্রয়োজন তাদের জয়ের জন্য, তখন ১৯তম ওভারে মাত্র ৪ রান দিয়ে ম্যাচ জমিয়ে তোলেন মুস্তাফিজ। শেষ কাজটি বেশ ভালোভাবে সামাল দেন ত্যাগী। মাত্র ১ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। এতে ২ রানের জয় পায় রাজস্থান।
ম্যাচে অবশ্য একাধিক ক্যাচ মিস করেছিলেন রাজস্থানের ফিল্ডাররা। সে আক্ষেপও ঝরল অধিনায়ক স্যামসনের কণ্ঠে, ‘আমি আমার বোলারদের উপর বিশ্বাস করি এবং সবসময় শেষ পর্যন্ত বিশ্বাস রাখতে চাই। এ কারণেই শেষদিকে তাদের দুই ওভার বাকি রেখেছিলাম। এই স্কোর নিয়ে এই উইকেটে আমরা ভালো বোধ করছিলাম কারণ আমাদের সেই মানের বোলিং ইউনিট আছে। ক্যাচগুলো ধরতে পারলে আরও আগেই জিততে পারতাম।’