নিজস্ব প্রতিবেদক:
ঢাকা মেট্রো রেলের অষ্টম চালান মংলা বন্দরে এসে পৌঁছেছে।
আজ সোমবার সকালে, পানামার পতাকাবাহী জাহাজ, এমভি হরাইজন-৯, বন্দরের ৮ নম্বর জেটিতে নোঙর করে।
জাহাজটিতে মেট্রো রেলের ৪টি বগি ও ৪টি লোকোমোটিভ ছাড়াও ৩৬টি প্যাকেজে ৪৮৮ মেট্রিক টন যন্ত্রাংশ রয়েছে।
মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, ২৪ ঘণ্টার মধ্যে এসব পণ্য খালাস শেষ হবে। এর আগে, গত ১ ফেব্রুয়ারি জাহাজটি জাপানের কোবে বন্দর থেকে মংলার উদ্দেশ্যে ছেড়ে আসে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, মেট্রোরেলের ৮টি বগি বন্দরে এসেছে। শিগগির এইসব সরঞ্জাম খালাস করা হবে।
এ বছর আরও ৮২টি বগি আসার কথা আছে। এর আগে ৭টি জাহাজে ৫৬টি বগি বন্দরে আসে।