ক্রীড়া ডেস্ক,
বার্সেলোনার সঙ্গে সকল সম্পর্ক ত্যাগ করে পিএসজিতে চলে গেছেন মেসি। এবারের দলবদলে বার্সায় আসা অনেকের সঙ্গেই তার দেখা হয়নি। আবার মেসির বার্সা ত্যাগের কারণে অনেকের কাতালান ক্লাবটিতে আসা হয়নি। যেমন আর্জেন্টিনার ডিফেন্ডার রোমেরো। ২৮ বছর পর আর্জেন্টিনার কোপা আমেরিকা আমেরিকা জয়ের পেছনে দারুণ অবদান ছিল আটলান্টার এই তারকার। সম্প্রতি তাকে সাড়ে পাঁচ কোটি ইউরোর বিনিময়ে দলে ভিড়িয়েছে টটেনহাম।
কিন্তু রোমেরও পারতেন বার্সেলোনার মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলতে। আকাশী নীল জার্সিতে রোমেরোর সঙ্গে খেলে মুগ্ধ মেসিও চেয়েছিলেন তার জাতীয় দলের সতীর্থকে বার্সেলোনায় নিয়ে আসতে। ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে তিনি আলোচনাও করেছিলেন। কিন্তু শেষ মুহূর্তে সব ভেস্তে যায়। বিষয়টি জানিয়ে রোমেরো বলেন, ‘সে চেয়েছিল আমি যেন বার্সেলোনায় খেলি। সত্যি বলতে কি, মেসি আমাকে তার দলে পেতে চাইবে, সে চাইবে আমি যেন বার্সেলোনায় আসি- এটা অসাধারণ ঘটনা!’
রোমেরো যখন বার্সায় যাওয়ার স্বপ্ন দেখছেন, তখন করোনায় আর্থিক ক্ষতির মুখে পড়ে বার্সেলোনা। আর্থিক সংকটে রোমেরোকে কেনা তো দূরের কথা, উল্টো মেসিকেই ছেড়ে দিতে বাধ্য হয়েছে কাতালান জায়ান্টরা। যা হয় সেটা নাকি ভালোর জন্যই হয়। তাইতো ২৩ বছর বয়সী এই ডিফেন্ডার এবার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলতে যাচ্ছেন। রোমেরো আরও বলেন, ‘মেসির জন্য আমার শুভকামনা। সে অসাধারণ একজন মানুষ। আশা করব, অন্যান্য আর্জেন্টাইনদের সঙ্গে পিএসজিতে যেন সে অনেক কিছু যেন জিততে পারে।’