ক্রীড়া ডেস্ক,
সেই ৩০ জুন লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনার চুক্তি শেষ হয়েছে। এরপর জুলাই মাস গেল। আগস্টও শুরু হয়ে গেছে, তবু চুক্তি নিয়ে নেই কোনো অগ্রগতি। তবে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা অবশ্য এ বিষয়ে আশাবাদী। বরাবরের মতোই বললেন, আর্জেন্টাইন অধিনায়ককে নতুন চুক্তি দেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে ভালোভাবেই। এমনকি জানালেন, মেসিকে নিয়ে রীতিমতো স্বপ্নও দেখেন তিনি।
সেই মে মাসেই খবর প্রকাশ হয়েছিল, বার্সেলোনাতেই থাকবেন মেসি। আর্জেন্টাইন কিংবদন্তির এই অভিপ্রায়ে পরিবর্তন এসেছে, এমন খবরও আসেনি এর মধ্যে। তবু কেন আটকে আছে মেসির চুক্তি নবায়ন?
লা লিগা কমিটি করোনাকালে আয়ের ওপর ভিত্তি করে সব ক্লাবের ওপরই বেতন বাবত কত টাকা খরচ করতে পারবে, সেটা নির্ধারণ করে দিয়েছে। সেখানেই বেঁধেছে সমস্যা। মেসি প্রায় অর্ধেক বেতন কম নিচ্ছেন, আগের চুক্তিতে দুই বছরে যা আয় করতেন, নতুন চুক্তিতে নেবেন তা পাঁচ বছরে, খবর ইউরোপীয় সংবাদ মাধ্যমের।
তবে মেসি ছাড়াও বার্সেলোনার বেতন কাঠামো এমনিতেও অনেক ভারী। অ্যান্থনিয়ো গ্রিজমান, ফেলিপে কৌটিনিওদের দলে রাখতে প্রতি মৌসুমে ক্লাবকে খরচ করতে হচ্ছে প্রায় ৭০ মিলিয়ন ইউরোর মতো। এমনকি প্রতি মৌসুমে মূল একাদশের বাইরে, সাইডবেঞ্চের খেলোয়াড়দেরও দিতে হচ্ছে বিশাল অঙ্কের টাকা। যে কারণে বেতন কাঠামো নিয়ে সমস্যায় পড়েছে ক্লাবটি। সে সমস্যা সমাধান হলেই কেবল মেসিকে নিবন্ধন করাতে পারবে বার্সা।
তবে ক্লাব সভাপতি হোয়ান লাপোর্তা জানালেন, সব প্রক্রিয়া চলছে ঠিক পথেই। বললেন, ‘আমরা সাধ্যের সব কিছুই করছি। সব এগোচ্ছেও ঠিকঠাক। সব পক্ষই বিশ্বাস করে, নতুন চুক্তিটা হচ্ছেই।’
এ বিষয়ে মেসি এখনো মুখ খোলেননি। তবে বার্সা সভাপতি জানালেন, মেসি থাকতে চান বার্সাতেই। বললেন, ‘সে বার্সেলোনাতেই থাকতে চায়। আর আমরা যা পারি সবকিছু করব, তবে তাকে রাখতে সর্বাত্মক চেষ্টাটা এখনও আছে আমাদের। তবে সে আমাদের কাছে থেকেই বিশ্বের সেরা খেলোয়াড় হতে চায়। এর চেয়ে বড় আনন্দের কি আর হতে পারে?’
বার্সেলোনার ব্রাজিলিয়ান খেলোয়াড় এমারসন রয়্যালকে প্রথমবারের মতো ক্লাবে প্রদর্শনের অনুষ্ঠানে এ কথা বলেছেন বার্সা সভাপতি। এরপরই লাপোর্তো জানালেন, মেসিকে নিয়ে মধুর স্বপ্ন দেখেন তিনি। বললেন ‘প্রতি রাতে মেসিকে নিয়ে মধুর স্বপ্ন দেখি আমি, আশা করছি বিষয়টা চলমান থাকবে।’
তবে চুক্তি নিয়ে অনিশ্চয়তা থাকলেও মেসি আপাতত ছুটি কাটাচ্ছেন স্পেনের ইবিজায়। সম্প্রতি তিনি ছবিও প্রকাশ করেছেন বন্ধু লুইস সুয়ারেজের সঙ্গে। গতকাল সোমবার তার অনুশীলনে ফেরার একটা সম্ভাবনা থাকলেও, বার্সা সেটা নাকচ করে দিয়েছে আগেই।
বিএসডি/আইপি