প্রযুক্তি ডেস্ক,
ফেসবুকের মেসেজিং অ্যাপ মেসেঞ্জারের ভয়েস ও ভিডিও কলে ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ যোগ করেছে ফেসবুক। এর ফলে প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ মেসেঞ্জারের ভয়েস ও ভিডিও কল শুনতে পারবে না। এমনকি ফেসবুক নিজেও জানবে না কলে আপনি কী বলছেন!
২০১৯ সালের মার্চে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ম্যাসেঞ্জারে ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা আনার ঘোষণা দেন। ম্যাসেঞ্জারে এনক্রিপশন যুক্ত করতে ফেসবুক ইঞ্জিনিয়ারদের অনেক কাঠ খড় পোড়াতে হয়েছে বলেও জানান তিনি।
ফেসবুক বলছে, গত বছর ভয়েস ও ভিডিও কলের দিকে অনেক ব্যবহারকারী ঝুঁকেছেন। টেক্সট মেসেজের ক্ষেত্রে আগে থেকেই ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ অপশন পাচ্ছেন মেসেঞ্জার ব্যবহারকারীরা, এবার তাতে যোগ হলো কল সেবাও।
মেসেঞ্জারের মাধ্যমে প্রতিদিন এখন ১৫ কোটিরও বেশি ভিডিও কল করা হয় বলে জানিয়েছে ফেসবুক। ‘এন্ড-টু-এন্ড এনক্রিপশন’ ছাড়াও নতুন মেসেজ অদৃশ্য হয়ে যাওয়ার ফিচার আপডেট করছে তারা। ওই ফিচারের মাধ্যমে মেসেজের ক্ষেত্রে পাঁচ সেকেন্ড থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া যাবে। পূর্বনির্ধারিত সময় পার হলেই আলাপচারিতা থেকে মেসেজটি অদৃশ্য হয়ে যাবে।
এন্ড টু এন্ড এনক্রিপশনের অর্থ আপনার মেসেজ বা চ্যাট তৃতীয় কেউ পড়তে পারবেন না। কিন্তু যা গুগল বা অ্যাপল ক্লাউডে সেভ হয়ে রইল, তা তো যে কোনো সময়ই পাওয়া সম্ভব। মনে রাখতে হবে, ক্লাউডে সেভ করা তথ্য কিন্তু এনক্রিপ্টেড নয়।
বিএসডি/আইপি