মোংলা বন্দর প্রতিনিধি,
সরকার ঘোষিত দ্বিতীয় দফায় ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে মোংলায় নৌ বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
আজ শনিবার (২৪ জুলাই) সকাল থেকে মোংলা-খুলনা সড়কে চলমান ‘বিধি নিষেধ’ কার্যকর করতে সমন্বিত অভিযান পরিচালিত হয়।
পৌরশহর ও আশপাশ এলাকায় অবস্থান নিয়ে স্থানীয় প্রশাসনকে লকডাউন বাস্তবায়নে সহায়তা করছে পুলিশ, উপজেলা প্রশাসন ও নৌবাহিনীর কন্টিজেন্ট।
এদিকে, সকাল থেকে শহরের দোকান বিপণীবিতান ও অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। প্রয়োজন ছাড়া কেউ বাসা থেকে বের হচ্ছেনা তবে বের হলে তাকে জিজ্ঞাসাবাদসহ জরিমানা করা হচ্ছে। লকডাউন বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের পক্ষে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমোলেস মজুমদার, নির্বাহী ম্যাজিস্ট্রট উপজেলা ও কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী ও মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরী।
এছাড়া সরকারি নির্দেশনা অনুযায়ী ১৪ দিনের কঠোর লকডাউন বাস্তবায়নে পুলিশের পক্ষ থেকে ২৩ জুলাই সকাল থেকে উপজেলার বিভিন্ন হাটবাজারে জনসমাগমরোধে নজরদারী বাড়ানো হয়েছে।
বিএসডি/শ্রাবন/এমএম