নিজস্ব প্রতিবেদক:
চেকে মাসের নাম বাংলা অক্ষরে ‘ডিসেম্বর’ লেখায় তা ফেরত দেয় ব্যাংক কর্তৃপক্ষ।
বিষয়টিতে আক্ষেপ প্রকাশ করে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফেসবুকে এ নিয়ে একটি স্ট্যাটাস দেন।
সেই স্ট্যাটাস নিয়ে যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে তখন ফের আরেকটি স্ট্যাটাস লিখলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী।
চেকটি ভাঙানো গেছে জানিয়ে সেই স্ট্যাটাসের কমেন্টে মন্ত্রী জানালেন, সংশ্লিষ্ট ব্যাংক তার কাছে ক্ষমা চেয়েছে।
পাশপাশি যারা তার স্ট্যাটাস নিয়ে রসিকতা করেছেন তাদের একহাত নিয়েছেন মন্ত্রী।
বেলা ১২টার দিকে দেওয়া স্ট্যাটাসের কমেন্টে মোস্তাফা জব্বার লিখেছেন, ‘আপনারা অনেকেই আমার দুর্দশায় সংহতি প্রকাশ করেছেন। ধন্যবাদ। কেউ কেউ হা হা করেছেন-তাহারা “কাহার জন্ম নির্ণয় না জানি”। সুখবর হলো অবশেষে চাপে পড়ে চেকটির কোন পরিবর্তন ছাড়াই টাকা দেয়া হয়েছে ও ব্যাংক কর্তৃপক্ষ ভুলের জন্য ক্ষমা চেয়েছে। তারা জানিয়েছে আর কখনও এমন ভুল বা বাংলা হরফ নিয়ে কোন বিভ্রান্তি হবে না।’
বিএসডি/এসএফ