আন্তর্জাতিক ডেস্ক:
রবিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
ইউক্রেনের জাপোরিজ্জিয়া আকারের দিক দিয়ে ইউরোপের সর্ববৃহৎ এবং গোটা বিশ্বের ১০তম পরমাণু স্থাপনা। গত ২৪ ফেব্রুয়ারি বিশেষ সামরিক অভিযান শুরুর পরপরই এটি দখল করে নেয় রাশিয়া।
রুশ প্রেসিডেন্ট পুতিন তার ফরাসি সমকক্ষ ম্যাকরনকে বলেন, ইউক্রেন নিয়মিত বিরতিতে জাপোরিজ্জিয়ায় হামলা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে স্থাপনাটির রেডিওঅ্যাকটিভ বর্জ্যের সংরক্ষণাগারে হামলা চালাচ্ছে ইউক্রেনের সেনারা, যা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে।
পুতিন দাবি করেন, পরমাণু স্থাপনাটির নিরাপত্তা নিশ্চত করার জন্য সেখানে রুশ বিশেষজ্ঞরা নিরসল প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
নিয়মিত হামলা সত্ত্বেও জাপোরিজ্জিয়া পরমাণু স্থাপনাটি এখনও পরিচালনা করছেন ইউক্রেনের বিশেষজ্ঞরা। দেশটির পরমাণু শক্তি সংস্থা রবিবার বলেছে, নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাপোরিজ্জিয়া স্থাপনার প্রধান চুল্লি বন্ধ করে দেওয়া হয়েছে।
বিএসডি/এফএ