খেলাধূলা প্রতিনিধি:
যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্র আফগানিস্তানে ক্রিকেট ম্যাচ চলাকালে মাঠে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দেশটির রাজধানী কাবুলের মূল ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (২৯ জুলাই) ঘটনাটি ঘটে।
আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) এক কর্মকর্তার বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। শুক্রবার কাবুল ক্রিকেট স্টেডিয়ামে ঘরোয়া লিগের ম্যাচ চলাকালে এই বিস্ফোরণ হয়।
এসিবির প্রধান নির্বাহী নাসিব খান বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, স্পাগিজা ক্রিকেট লিগে দুই দলের ম্যাচ চলাকালে বিস্ফোরণ হয়, এতে দর্শকসারিতে থাকা ৪ জন আহত হয়েছেন।’ তবে দুই দলের খেলোয়াড় এবং স্টাফরা সবাই নিরাপদে আছেন।
কাবুলের কমান্ডারের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, স্টেডিয়ামে গ্রেনেড বিস্ফোরণের ফলে হতাহতের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের পর ম্যাচ বন্ধ হয়ে গেলেও কিছু সময় পর ফের ম্যাচ শুরু হয়।
উল্লেখ্য, গত ১৮ জুলাই থেকে চলছে আফগানিস্তানের ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট স্পাগিজা ক্রিকেট লিগ (এসসিএল)। ৮ দলের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৫ আগস্ট।
বিএসডি/ফয়সাল