খেলাধূলা প্রতিনিধি:
ইনস্টাগ্রাম পোস্টে রোনালদো এরপর লেখেন, ‘এভাবে রেগে যাওয়ার জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। ফেয়ার-প্লে আর খেলোয়াড়সুলভ মানসিকতার অংশ হিসেবে ওই সমর্থককে আমি ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার জন্য নিমন্ত্রণও জানাতে পারি।’
চ্যাম্পিয়নস লিগসহ সব ধরনের কাপ প্রতিযোগিতা থেকে ছিটকে পড়া ইউনাইটেড সর্বশেষ সাত ম্যাচের মাত্র একটিতেই জিততে পেরেছে। কাল এভারটনের কাছে হারের পর শঙ্কা জেগেছে তাদের শীর্ষ চারে থেকে লিগ শেষ করার সম্ভাবনা নিয়ে। ৩১ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে ইউনাইটেড। সমান ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে টটেনহাম। তৃতীয় স্থানে থাকা চেলসির পয়েন্ট ৩০ ম্যাচে ৬২। সমান ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আর্সেনাল। আর ষষ্ঠ স্থানে থাকা ওয়েস্ট হামের পয়েন্ট ৩১ ম্যাচে ৫১।
বিএসডি/ এমআর