খেলাধূলা প্রতিনিধি:
ম্যাচের প্রথম মিনিট থেকে ছড়ালো রোমাঞ্চ। দ্রুত গোল করে এগিয়ে গেল ম্যানচেস্টার সিটি। তবে সমতায় ফিরতে সময় বেশি লাগলোনা লিভারপুলের। প্রথমার্ধেই আরও এক গোল করে ম্যাচের লাগাম টানার চেষ্টা সিটির।
তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে দারুণ ভাবে ফিরে আসে লিভারপুল। বাকি সময়ে আক্রমণ পালটা আক্রমণে চললেও কেউই পারেনি জয়সূচক গোল করতে।
রোববার রাতে ইতিহাদে লিভারপুলের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার সিটি। স্বাগতিকদের হয়ে গোল করেছেন কেভিন ডি ব্রুইনা ও গ্যাব্রিয়েল জেসুস। লিভারপুলকে সমতায় ফেরান দিয়েগো জোতা ও সাদিও মানে।
৩১ ম্যাচে ২৩ জয়, ৫ ড্র ও তিন হারে ৭৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকল ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে ২২ জয় সাত ড্র ও দুই হারে ৭৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে লিভারপুল।
ঘরের মাঠে লিভারপুলকে হারাতে পারলে চার পয়েন্টে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল সিটির সামনে কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারেনি পেপ গার্দিওলার দল। লিভারপুলেরও সুযোগ ছিল এগিয়ে যাওয়ার, জিতলেই সিটির থেকে দুই পয়েন্ট উপরে থাকতো ইয়র্গেন ক্লপের দল। কিন্তু অল রেডরাও পারেনি তা কাজে লাগাতে।
পঞ্চম মিনিটে ডি ব্রুইনার গোলে এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। বার্নাদো সিলভার বাড়ানো পাস নিয়ন্ত্রণে নিয়ে ফাবিনহোকে কাটিয়ে এজ অফ দ্যা বক্স থেকে ব্রুইনার বাম পায়ের শট মাতিপের পায়ে লেগে দিক বদলে দূরের পোস্টে জাল খুঁজে নেয়। ঝাঁপিয়েও বলের নাগাল পাননি আলিসন বেকার। সমতায় ফিরতে বেশি সময় নেয়নি লিভারপুল। আট মিনিট বাদে দিয়েগো জোতার গোল সমতায় ফেরায় লিভারপুলকে। রবার্টসনের ক্রসে বক্সের ভেতর থেকে আলেক্সান্ডার আর্নল্ডের কাট ব্যাকে প্লেসিং শট এদারসনের হাতে লেগে জালে জড়ায়।
২৯ মিনিটে বক্সের ভেতর থেকে নেওয়া ডি ব্রুইনার গতির শট অল্পের জন্য জাল খুঁজে পায়নি। ৩৭ মিনিটে জেসুসের গোলের আবারও এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। হুয়াও ক্যানসেলোর ক্রসে দুরের পোস্টে ট্যাপ ইন শটে লক্ষ্যভেদ করেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড।
বিরতি থেকে ফেরার এক মিনিটের মধ্যে সালাহ-মানের রসায়নে ম্যাচে সমতা টানে লিভারপুল। ডান দিকে আক্রমণে উঠে মানের উদ্দেশ্যে থ্রু বল বাড়ান সালাহ, বক্সের অন্য প্রান্তে কাইল ওয়াকারকে পিছনে ফেলে ডান পায়ের মাপা শটে বল জালে জড়ান সাদিও মানে। বাকি সময়ে দুই দলই বেশ কয়েকবার আক্রমণে উঠলেও পারেনি জয়সূচক গোল করতে।
বিএসডি/ এমআর