স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা দামি ব্র্যান্ডের একটি ঘড়ি পরতেন। যেটি দুবাই থেকে চুরি হয়ে গিয়েছিল। শনিবার সকালে সেটি উদ্ধার হয়েছে ভারতের আসাম থেকে। ঘড়িটির দাম বাংলাদেশি টাকায় প্রায় ২৩ লাখ। ওয়াজিদ নামের এক ব্যক্তির কাছ থেকে ঘড়িটি উদ্ধার করা হয়েছে।
আসামের মুখ্যমন্ত্রী হিমান্তা বিশ্ব শর্মা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে লিখেছেন, ‘আন্তর্জাতিক সাহায্য নিয়ে আসাম ও দুবাই পুলিশ যৌথভাবে কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনার হাবলট ব্র্যান্ডের ঘড়িটি উদ্ধার করে। এই ঘটনায় ওয়াজিদ নামের ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে উপযুক্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।
দুবাইয়ের একটি প্রতিষ্ঠানে নিরাপত্তারক্ষীর চাকরি করতেন ওয়াজিদ নামের ওই ব্যক্তি। যাদের কাজ ছিল বিভিন্ন জিনিস পত্র সংরক্ষণ করা। তাদের কাছে ম্যারাডোনার স্বাক্ষর করা ওই ঘড়িটিও ছিল। যেটি চুরি করে ভারতের আসামে পালিয়ে আসেন ওয়াজিদ। শেষ পর্যন্ত তাকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আসাম পুলিশ।
শিবসাগর পুলিশ সুপার রাকেশ রৌশন এই বিষয়ে বলেছেন, ‘শুক্রবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমরা তল্লাশি অভিযান শুরু করি। শনিবার সকালে শ্বশুরবাড়ি থেকে গ্রেপ্তার করা হয় তাকে। উদ্ধার করা হয় সেই হাবলট ব্র্যান্ডের ঘড়িটিও। পুরো ঘটনাই এখন তদন্ত করা হচ্ছে।’
ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে বিবেচনা করা হয় আর্জেন্টিনার ম্যারাডোনাকে। ইতালির ক্লাব নাপোলিরও সর্বকালের সেরা তিনি। ২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান তিনি।
বিএসডি/এসএফ