নিজস্ব প্রতিনিধি:
আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে যশোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
জেলার কেশবপুর থানার একটি মোটরসাইলে চুরি মামলার তদন্তে নেমে এ চোর চক্রের সন্ধান পায় ডিবি সদস্যরা। পরে যশোর, মাগুরা, রাজবাড়ী ও ফরিদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সিন্ডিকেটের দশ সদস্যকে গ্রেপ্তার করে ডিবি।
এ সময় চক্রের কাছ থেকে ১১ টি মোটরসাইকেল, তিনটি মাস্টার চাবি, তিনটি কুরিয়ার রশিদ ও ২ লাখ ২৫ হাজার টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি রুপন কুমার সরকার এতথ্য নিশ্চিত করেন।
রুপন কুমার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তারা যশোর জেলাসহ আশপাশ জেলা সমূহ থেকে মোটরসাইকেল চুরি করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে। গ্রেপ্তারকৃতদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
বিএসডি/আইপি