নিজস্ব প্রতিবেদক, খুলনা:
যশোরে আব্দুর রহমান সর্দার রাকিব (২৮) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত ৯ জনকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। তারা সবাই কিশোর গ্যাংয়ের সদস্য বলে জানিয়েছে র্যাব।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) দুপুরে খুলনা র্যাব-৬ এর কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সিপিসি-৩ যশোরের কমান্ডার লে. নাজিউর রহমান।
আটকরা হলেন- মো. মানিক (২০), মো. আজিজুল হোসেন ওরফে হিটার আজিজ (২২), মো. বাধন (১৯), মো. ইমন শেখ ওরফে শুটার ইমন (২১), অনিন্দ্র রায়েক দেবা (২০), মো. ইসমীর (১৯), মো. তরিকুল ইসলাম (১৯), মো. সোহাগ মুন্সি (২০) ও মো. ইশান হোসেন (১৮)। তাদেরকে যশোরের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আব্দুর রহমান সর্দার রাকিব নামে এক যুবক নিহত হয়েছেন। শহরের বকচর হুসতলা কবরস্থানের পশ্চিম পাশে বিষে মোড়ে শহিদুলের চটপটির দোকানের পাশে এ ঘটনা ঘটে। আব্দুর রহমান সর্দার রাকিব বকচর হুসতলা কবরস্থান এলাকার মৃত লিটু সর্দারের ছেলে।
ঘটনার পর নিহতের ছোট ভাই রাজিব সর্দার জানিয়েছিলেন, শুক্রবার সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে স্থানীয় বিষে মোড়ে শহিদুলের চটপটির দোকানে চটপটি খেতে যান রাকিব। এ সময় অজ্ঞাতনামা ১০-১২ জন তার ওপরে হামলা চালিয়ে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয় লোকজন তাকে যশোর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে কতর্ব্যরত চিকিৎসক মুরসালিনুর রহমান মৃত ষোষণা করেন।
বিএসডি/এসএফ