আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩০ জুলাই) স্থানীয় সময় সন্ধ্যায় অঙ্গরাজ্যটির রাজধানী বোস্টনের কমনওয়েলথ অ্যাভিনিউ রেললাইনে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্ট অথরিটি।
বোস্টন অগ্নিনির্বাপণ দফতরের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ঘটনার দিন সন্ধ্যায় হওয়া দুর্ঘটনার পর আহত ২৩ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের কারও শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়। পরে অবশ্য জানানো হয়, দুর্ঘটনায় আহত ২৫ জন চিকিৎসা নিয়েছেন। বোস্টন অগ্নিনির্বাপণ দফতর বলছে, ব্যাবকক স্ট্রিটের কাছে বি ব্রাঞ্চে দুটি গ্রিন লাইন ট্রেনের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
টুইটারে দেওয়া এক বার্তায় ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্ট অথরিটি (এমবিটিএ) জানিয়েছে, আমরা এই ঘটনাকে খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে এবং ভবিষ্যতে ফের এ ধরনের কোনো দুর্ঘটনা যেন না হয়, তা নিশ্চিত করতে আমরা সক্রিয়ভাবে তদন্ত করছি। এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে জানিয়েছেন, দুর্ঘটনায় কিছু যাত্রী ঘাড় এবং মাথায় আঘাত পেয়েছেন।
বিএসডি/এমএম