আন্তর্জাতিক ডেস্ক:
পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য ভ্যাকসিন অনুমোদনের পর আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন একটি টিকা ক্লিনিক পরিদর্শন করেছেন।
মঙ্গলবার বাইডেন ওয়াশিংটনের একটি টিকা ক্লিনিক পরিদর্শন করেন, যেখানে টিকার জন্য অযোগ্য বিবেচিত হয়ে আসা ছোট শিশুদের প্রথম কিছু শট দেয়া হয়েছে। এটিকে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখা হচ্ছে, যা দেশের মহামারি অবস্থা পুনরুদ্ধারে সহায়তা করবে।দেশটিতে এখন ছয় মাস বা তার চেয়ে বেশি বয়সী যে কেউ ভ্যাকসিনের জন্য যোগ্য বিবেচিত হবে।
যদিও প্রশাসন সতর্ক করে বলছে, ছোট বাচ্চাদের শট নেয়ার গতি বয়স্কদের তুলনায় ধীর হবে।
হোয়াইট হাউসে বাইডেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এখন বিশ্বের প্রথম দেশ যারা ছয় মাস বয়সী শিশুদের জন্য নিরাপদ এবং কার্যকর করোনা টিকা দিচ্ছে।
অভিভাবকদের উদ্দেশে বাইডেন বলেন, ‘আপনার সন্তানের টিকা দেয়ার পরিকল্পনা করার পরে আমি আপনাদের ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে উৎসাহিত করি।’
বিএসডি/ এফআহ