আন্তর্জাতিক ডেস্ক :
দাবানালের কারণে যুক্তরাষ্ট্রের উত্তরপশ্চিমাঞ্চল ও কানাডার দক্ষিণপশ্চিমাঞ্চলের বাসিন্দারা গত সপ্তাহে কমলা রঙের পূর্ণচাঁদ দেখতে পেয়েছিলেন। ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন মনুমেন্ট থেকে গত শুক্রবার স্বল্প সময়ের জন্য কমলা রঙের পূর্ণ চাঁদ দেখা গিয়েছিল। রাজধানীর ফেডারেল ভবনগুলোর পাশে চাঁদকে মনে হয়েছিল, মার্কিন মেরিন ওয়ান হেলিকপ্টারের আলো যেন এর ওপর প্রতিফলিত হয়েছে।
প্রায় অর্ধশতাধিক দাবানলে যুক্তরাষ্ট্রের অরিগন, মন্টানা, ইদাহো ও ক্যালিফোর্নিয়ার বিস্তীর্ণ এলাকার জমি পুড়ছে। ১৯৯০ সালের পর এটি তৃতীয় বৃহত্তম দাবানল। গত শুক্রবার পর্যন্ত পোর্টল্যান্ডের দক্ষিণে চার লাখ হেক্টরের বেশি জমি দাবানলে পুড়েছে এবং ক্যালিফোর্নিয়া সীমান্তের কাছে অন্তত ৬৭টি বাড়ি ধ্বংস হয়েছে।
বিএসডি/এমএম