আন্তর্জাতিক ডেস্ক:
বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসও ম্যাডেলিন অলব্রাইটের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
১৯৩৭ সালে তৎকালীন চেকোস্লোভাকিয়া বর্তমানে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে ম্যাডেলিন অলব্রাইটের জন্ম। তাঁর বাবা ছিলেন চেকোস্লোভাকিয়ার একজন কূটনীতিক। ১৯৩৯ সালে নাৎসি জার্মানির সেনারা চেকোস্লোভাকিয়া দখলে নেওয়ার পর রাজনৈতিক আশ্রয়ে যুক্তরাষ্ট্রে যান ম্যাডেলিন অলব্রাইটের বাবা।
ম্যাডেলিন অলব্রাইট ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। ১৯৫৭ সালে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রশাসনে হোয়াইট হাউসে কাজ করতেন অলব্রাইট। এরপর যুক্তরাষ্ট্রের বেশ কয়েক প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থীর পররাষ্ট্রনীতি-বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
১৯৯৩ সালে প্রেসিডেন্ট হন বিল ক্লিনটন। অলব্রাইটকে জাতিসংঘে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেন তিনি। কূটনীতিক হিসেবে এটা অলব্রাইটের প্রথম পদ।
১৯৯৭ সালে বিল ক্লিনটন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। অলব্রাইটকে পররাষ্ট্রমন্ত্রী করেন তিনি। যুক্তরাষ্ট্র পায় ইতিহাসের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী।
বিএসডি/ এমআর