নিজস্ব প্রতিবেদক
কুমিল্লায় যৌথবাহিনীর অভিযানে যুবদল নেতাকে আটকের পর মৃত্যুর ঘটনায় তদন্তের দাবি জানিয়েছে মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)।
শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়।
এতে বলা হয়, কুমিল্লা সদর উপজেলার ইটাল্লা গ্রামের বাড়ি থেকে যৌথ বাহিনীর সদস্যরা কুমিল্লার আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. তৌহিদুল ইসলামকে (৪০) আটকের পরদিন সকালে হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যুর হয়। স্বজনদের দাবি আটকের পর অমানবিক নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। নিহতের শরীরে নির্যাতনের ক্ষতচিহ্ন পাওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, সেনাবাহিনীর সদস্যরা অচেতন অবস্থায় তৌহিদুলকে হস্তান্তর করে। পুলিশের কথায় তাকে কেন আটক করা হয়েছিল বা কীভাবে তিনি মারা গেছেন, সেটি এখনই বলা যাচ্ছে না। আমরা এই ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উত্থাপিত নির্যাতনে মৃত্যুর অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।