বিশ্বকাপে টানা দুই ম্যাচ জিতে রীতিমতো উড়ছে নিউজিল্যান্ড। নেদারল্যান্ডসের বিপক্ষে ৯৯ রানের ব্যবধানে জয়ের পর কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়ে কিউইরা আরো বেশি আত্মবিশ্বাসী। তারপরও নিজেদের পা মাটিতেই রাখছে ব্ল্যাক ক্যাপরা। সামনের ম্যাচে টাইগারদের ওরা মানছে কঠিন প্রতিপক্ষ হিসেবেই।
নিউজিল্যান্ডের বোলিং কোচ শেন জার্গেনসন চেন্নাইতে গতকাল বুধবার সাংবাদিকদের তিনি বলেছেন, বাংলাদেশ বৈশ্বিক টুর্নামেন্টে নিজেদের বেশ ভালোভাবে প্রমাণ করেছে। আর সেকরাণেই টাইগারদেরকে দলগতভাবে বেশ সম্মান করেন তারা।
তিনি আরো বলেছেন, আগে ঘরের মাঠে এবং নিউজিল্যান্ডে টাইগাররা নিউজিল্যান্ডের বিপক্ষে ভালো করেছে। জার্গেনসন, মনে করেন, বাংলাদেশের সঙ্গে তাদের ম্যাচটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। কারণ, বৈশ্বিক টুর্নামেন্টে প্রত্যেক খেলোয়াড়ের মনোযোগ এবং ভালো করার তাড়না বেড়ে যায়। এটা বিশ্বকাপের একটি চরিত্র।
BSD/FA