আন্তর্জাতিক ডেস্ক,
আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে এখন সবচেয়ে বেশি ছয় হাজার সেনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। এছাড়া আকাশে নিয়মিত টহল দিচ্ছে মার্কিন যুদ্ধবিমান এবং এটাক হেলিকপ্টার। বিদেশি আর কোনো বাহিনীর এত সেনা এ মুহূর্তে কাবুলে নেই। মঙ্গলবার (২৪ আগস্ট) এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের এক হাজার সেনা আছে কাবুল বিমানবন্দরে। এর মধ্যে ব্রিটিশ সেনাবাহিনীর ১৬ এসল্ট ব্রিগেড। এছাড়া ন্যাটোর সদস্যদেশগুলোর মধ্যে ছোট ছোট বাহিনী আছে ফ্রান্স, জার্মানি ও তুরস্কের। এই বিমানবন্দরে হাসপাতাল চালাচ্ছে নরওয়ে। ন্যাটো বলছে, মাটিতে প্রায় ৮০০ বেসামরিক ঠিকাদার রয়েছে- যাদের অধিকাংশই বিমানবন্দরে।
এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ’র পরিচালক উইলিয়াম বার্নস এবং তালেবান নেতা আবদুল গনি বারাদারের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার (২৪ আগস্ট) এ বৈঠক অনুষ্ঠিত হয়। একথা জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বিএসডি/এএ