নিজস্ব প্রতিবেদক,
রাঙামাটিতে দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শনিবার (১৪ আগস্ট) সকালে ভেদভেদিস্থ টেনিস কোর্ট মাঠ প্রাঙ্গণে রাঙামাটি রিজিয়নের উদ্যোগে ও সদর জোনের সার্বিক ব্যবস্থাপনায় এই ত্রাণ বিতরণ করা হয়।
রাঙামাটি সদর জোন কমান্ডার লে. কর্ণেল এসএম আমিনুল ইসলাম পিএসসি’র দিক নির্দেশনায় এই সেবা কার্যক্রমের নেতৃত্ব দেন রাঙামাটি সদর জোনের স্টাফ অফিসার ক্যাপ্টেন শাদমানুর রহমান অর্ণব।
তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনী করোনা ভাইরাসের প্রাদুভার্বের শুরু থেকেই আর্তমানবতার সেবায় দুস্থ জনগণের মাঝে ত্রাণ বিতরণ করে আসছে। তারই ধারাবাহিকতায় রাঙামাটি পৌরসভা এলাকার উপজাতি ও বাঙালি অসহায় দুস্থ, সুবিধাবঞ্চিত এবং ভূমিধসে ক্ষতিগ্রস্ত আশিটি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
খাদ্য সহায়তা হিসেবে ৫ কেজি চাল, ২ কেজি আটা, ৩ কেজি ডাল ও ১ কেজি লবন বিতরণ করা হয়।
বিএসডি/আইপি