নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর মগবাজার এলাকায় রেলক্রসিংয়ে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে ক্রসিংয়ের দুই পাশে যানবাহন আটকে রয়েছে। ফলে বাংলামোটর, এফডিসি ক্রসিং, হাতিরঝিল মোড়, মগবাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
ট্রেনটি সচলে জন্য কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তারা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ট্রেনটি কমলাপুর যাচ্ছিল। বিশাল এ ট্রেনের পেছনের বগিতে চাকা লাইনচ্যুত হয়। মগবাজার রেলগেট এড়িয়ে বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হচ্ছে যানবাহন।
রমনা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার রেফাতুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘একটি ট্রেনের ৩টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে মগবাজার থেকে এফডিসি মোড় হয়ে সাতরাস্তা বা কারওয়ান বাজারের দিকে যান চলাচল বন্ধ আছে। আমরা ডাইভারশন দিয়ে, ফ্লাইওভারের ওপর দিয়ে গাড়ি চলতে দিচ্ছি।’
তিনি জানান, রেলওয়ে থেকে জানিয়েছে, লাইন ঠিক হতে আরও দুই ঘণ্টার মতো সময় লাগতে পারে।
বিএসডি /আইপি