নিজস্ব প্রতিবেদক:
র্যাব-১০ এর পৃথক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৮ ছিনতাইকারী গ্রেফতার।
অদ্য ০৫ জুলাই ২০২২ তারিখ আনুমানিক দুপুর ১২:১০ ঘটিকা হতে ১৩:৪৫ ঘটিকা পর্যন্ত র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ মিরাজ (১৯) ও ২। মোঃ হৃদয় (১৯) ও ৩। মোঃ জাফর আলী সরদার (৩৫) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু, ০২টি ছুরি, ০১টি মোবাইল ফোন ও নগদ- ১,৯২০/- টাকা উদ্ধার করা হয়।
গত ০৪ জুলাই ২০২২ তারিখ আনুমানিক র্যাব-১০ এর উক্ত আভিযানিক দল রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ যাত্রাবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম ১। মোঃ আল-আমিন (১৯), ২। মোঃ মিঠু (৩০), ৩। মোঃ আকাশ (১৯), ৪। মোঃ লিটন (২৬) ও ৫। মোঃ নুরুজ্জামান (১৯) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ০১টি সুইচ গিয়ার চাকু, ০৪টি ছুরি, ০৩টি মোবাইল ফোন ও নগদ- ১,০০০/- উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল বলে জানা যায়।
গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ছিনতাই মামলা রুজু করা হয়েছে।
বিএসডি/ এমআর