নিজস্ব প্রতিবেদক,
করোনা মহামারির সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর সরকারকে সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। শনিবার (১৭ জুলাই) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ‘এই করোনা মহামারির মধ্যে রাজনীতিবিদদের উচিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। বিশেষ করে, প্রতিটি রাজনৈতিক সংগঠনের উচিত দেশের অসহায় দুস্থ-গরিব মানুষের পাশে দাঁড়ানো। বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর উচিত সরকারকে সহযোগিতা করা।’
তিনি বলেন, ‘এ কাজটি বিএনপি-জামায়াত জোট কখনো করেনি। তাদের রাজনীতি হচ্ছে বিশৃঙ্খলা, দুর্নীতি, ষড়যন্ত্র, সন্ত্রাসী কায়দার রাজনীতি। এ কারণে দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। তাই, এই করোনার মধ্যেও বিএনপি-জামাত ষড়যন্ত্রকারী গোষ্ঠী গুজব-অপপ্রচারে লিপ্ত হয়ে দেশের মানুষকে বিভ্রান্ত করছে।’
দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিষয়ে দলীয় নেতাকর্মীদের সোচ্চার হওয়ার আহ্বান জানান আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাদেশ বিনির্মাণ ও আত্মনির্ভরশীল দেশ গড়ে তোলার ক্ষেত্রে যত বাধাই আসুক না কেন তা অতিক্রম করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাবে।’
বাহাউদ্দিন নাছিম বলেন, ‘শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। কৃষককে বাঁচাতে সরকার সব ধরনের চেষ্টা করে যাচ্ছে। এমনকি কৃষকের জন্য প্রণোদনা ঘোষণা দিয়েছে। এই মহামারির মধ্যে কৃষিবিদদের অবদান অপরিহার্য।’
কৃষিবিদ ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক ড. শহীদুর রশীদ ভূঁইয়ার সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিবিদ ইনস্টিটিউশনের মহাসচিব খায়রুল আলম প্রিন্স, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান প্রমুখ।
বিএসডি/এমএম