নিজস্ব প্রতিবেদক
অনুমতি পেয়েও সফলভাবে মহাসমাবেশ শেষ করতে পারেনি বিএনপি। বরং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পণ্ড হয়েছে মহাসমাবেশ। আহত, আটক হওয়ার পাশাপাশি বিপাকে পড়েছেন ঢাকার বাইরে থেকে আসা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বিকেলেই জলকামান, এপিসি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য সম্মিলিতভাবে অ্যাকশনে যায়। টিয়ারসেল, সাউন্ড গ্রেনেড, ফাঁকা গুলি আর লাঠিচার্জ করে রাজপথ দখলে নেয় পুলিশ। সন্ধ্যার পর অলিগলিতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর কাকরাইল মোড়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ দিয়ে ঘটনার সূত্রপাত। এরপর তা দ্রুত ছড়িয়ে পড়ে পুরো নয়াপল্টন, কাকরাইল, সেগুনবাগিচা, পল্টন, দৈনিক বাংলা ও ফকিরাপুল এলাকায়।
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর মারমুখী অবস্থানের কারণে দ্রুত ছত্রভঙ্গ হয়ে পড়ে বিএনপির মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীরা।
নেতাকর্মীদের ধাওয়া দিয়ে নয়াপল্টনের মূল সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ। তারা এখন বিভিন্ন অলিগলিতে অবস্থান করছেন। সংঘর্ষও অলিগলিতে ছড়িয়ে পড়ে। সেখান থেকে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়াও চলে।
সন্ধ্যার পর রাজধানীর কাকরাইল, সেগুনবাগিচা, মতিঝিল, বিজয়নগর পানির ট্যাংকি, ফকিরাপুল, এজিবি কলোনি, সরকারি কোয়ার্টার, রাজারবাগ ও খিলগাঁও-শাহজাহানপুর এলাকায় অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে শতাধিককে আটক করা হয়েছে।
পথচারীদের মধ্য থেকেও অনেককে রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগ আটক করা হয়েছে। কারও কারও মোবাইল ফোন তল্লাশি করে আটক করতে দেখা গেছে পুলিশকে।
সুযোগ পেলেই গলি থেকে বের হয়ে ঢিল ছুড়ছেন নেতাকর্মীরা। সঙ্গে সঙ্গেই পাল্টা ধাওয়া দিচ্ছে পুলিশ। ক্ষণে ক্ষণে বিভিন্ন গলি থেকে সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলির শব্দ ভেসে আসছে।
এ ব্যাপারে জানতে চাইলে ডিএমপির উপ-কমিশনার (ডিসি-অপারেশন) আবু ইউসুফ ঢাকা পোস্টকে বলেন, পরিস্থিতি এখন পুরোপুরি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। অনেককেই আটক করা হয়েছে। তবে সংখ্যাটা নিশ্চিত করে পরে জানানো হবে।
তিনি বলেন, সর্বত্রই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। ডিএমপি কমিশনার পরবর্তী নির্দেশনা দেবেন। গোয়েন্দা উইংগুলো সক্রিয়ভাবে কাজ করছে। অলিগলিতে আশ্রয় নেওয়া বিএনপি নেতাকর্মীদের সরিয়ে দিতে বা আটক করার বিষয়ে চলা অভিযান সম্পর্কে কোনো মন্তব্য করেননি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক উপকমিশনার পদ মর্যাদার এক কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, কয়েকটি জায়গার অলিগলিতে অভিযান চালানো হয়েছে। অনেক সাধারণ মানুষ ও বিভিন্ন এলাকার স্থায়ী আবাসিক বাসিন্দারা বিপাকে পড়েছেন। সেজন্য অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিএসডি/এমএম