বর্তমান সময় ডেস্কঃ
বিএনপি জামায়াতের তৃতীয় দফায় ৪৮ ঘণ্টা অবরোধ বিরোধী অবস্থানে আওয়ামী লীগের নেতা থাকলেও কর্মী উপস্থিতি নেই বললেই চলে।
বুধবার (৮ নভেম্বর) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি জামায়াতের অবরোধ বিরোধী অবস্থানে এমন চিত্র ফুটে উঠেছে।
মঙ্গলবার (৭ নভেম্বর ) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ জানিয়েছিলেন বিএনপির ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের বিরুদ্ধে সকাল থেকেই দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিবেন। কিন্তু সকাল ১১ টায়ও নেতারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে চেয়ার পেতে বসে থাকলেও কর্মী সমর্থকদের দেখা মেলেনি। যদিও এর আগে হরতাল ও অবরোধ বিরোধী অবস্থান কর্মসূচিতে দলটির নেতাদের পাশাপাশি কর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
কিন্তু বিএনপির তৃতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ বিরোধী অবস্থানে তেমন কোন কর্মী সমর্থকরা উপস্থিত হননি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে নেতারা চেয়ার পেতে বসে থাকলেও কর্মীদের দেখা মেলেনি।
এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক মো. শাহ আলম মুরাদ, বর্তমান সহ-সভাপতি হেদায়েতুল ইসলাম স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন মাহি, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন, দপ্তর সম্পাদক রিয়াজউদ্দিন রিয়াজ ।
তবে দেখা গেছে যুবলীগ দক্ষিণের উদ্যোগে একটি মাইক লাগিয়ে চেয়ার পেতে বসেছিলেন কয়েকজন নেতা। তারা অবরোধ বিরোধী বিভিন্ন বক্তব্য দিচ্ছিলেন। এছাড়া স্বেচ্ছাসেবক লীগ নেতারাও চেয়ার পেতে কয়েকজন বসে আছেন। কিন্তু সভাপতি মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এখনো আসেননি। সামনের চেয়ারগুলো ফাঁকা পড়ে আছে।
এছাড়া আওয়ামী মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক আজগর নস্কর কে চেয়ার পেতে বসে থাকতে দেখা গেছে। বিগত দিনগুলোর মত নেই তেমন স্লোগান। নেই মোটর সাইকেলের মহড়া।
বিএসডি/আরপি